Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
ইউনিয়ন ডিজিটাল সেন্টার
বিস্তারিত

নং ভাবকী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র। তথ্য কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখানকার এলাকর পিছিয়ে পড়া মানুষের দোর গোড়ায় ইন্টারনেট সেবা সহ অন্যান্য সেবা সমুহ পৌছে গেছে। এই তথ্য সেবা থেকে এলাকর সাধারন মানুষ যে সকর সেবা সমুহ পেয়ে থাকে তা হচ্ছে:

০১। কম্পিউটার প্রশিক্ষন।

০২। ইন্টারনেট ব্রাউজিং।

০৩। কম্পিউটার কম্পোজ/প্রিন্ট।

০৪। জাতীয় e তথ্য কোষের মাধ্যমে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন, মানবাধিকার, এবং জন্মনিবন্ধন  সহ সরকারী সেবা।

০৫। সবধরনের পরিক্ষার ফল প্রকাশ।

০৬। ইন্টারনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ভর্তি ফরম পূরর্ণ।

০৭। ইন্টারনেটে বিভিন্ন তথ্য পাঠানো।

০৮। ছবি তোলা।

০৯। ই-মেইল করা।

১০। ভিডিও কনফারেন্স।

১১। প্রজেক্টর ভাড়া।

১২। চাকরিড় বিজ্ঞপ্তি।

১৩। ফটো কপি করা হয়।

 

যোগাযোগ:

উদ্যোক্তা/পরিচালক

মো: আবু হানিফ

৫নং ভাবকী ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র

কাচিনীয়া, খানসামা, দিনাজপুর।

মোবাইল নং-০১৭৬৭৪২০৫২১