৫নং ভাবকী ইউনিয়নে লিচু বাগানের সংখ্যা প্রায় ২২০টির মতো। খানসামা উপজেলার মধ্যে সবচেয়ে বেশী লিচু বাগান ভাবকী ইউনিয়নে মধ্যে রয়েছে। এই বাগান গুলি থেকে প্রতি বছর প্রায় ৯০,০০,০০০ লিচু উৎপাদিত হয়ে থাকে। এই লিচু গুলি এলাকার মানুষের চাহিদা মিটিয়ে বাইরের জেলায় বাজার জাত করা হয়ে থাকে। তা থেকে বাগান মালিক ও লিচু ব্যাবসায়িরা প্রতিবছর অনেক টাকা অর্থ উপর্যন করে। এতে করে লিচুর সিজেনে এলাকায় অনেক বেকার যুবকের কাজের সুযোগ সৃষ্টি হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS